চুনারুঘাট প্রতিনিধিঃ- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদে সহকারী শিক্ষক দ্বারা প্রধান শিক্ষক লাঞ্চিত হওয়ার প্রতিবাদে কালিশিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মুনছব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।কালিশিরি গ্রামবাসী,ইউপি মেম্বার দুলাল ভুঁইয়া ও বিভিন্ন মাধ্যমের সংবাদ কর্মীদের উপস্থিতে সভায় বক্তব্য রাখেন,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম,সহসভাপতি আঃ হান্নান,সেক্রেটারী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমান,ইউপি ছাত্রলীগের সেক্রেটারী ওয়াহিদুল ইসলাম ওয়াহিদ,কৃষকলীগ নেতা ফুল মিয়া,বি এন পি নেতা আঃ রহিম,বিষিষ্ঠ মুরুব্বী আঃ সহিদ,কুদরত আলী,ব্যবসায়ী আবুল কাশেম,প্রবাসী সহিদুল হক,সবুজ মিয়া,আঃ গফুর,হাসন আলী মীর,আঃ রহমান,সেলিনা আক্তার প্রমূখ।
বক্তারা তাঁদের বক্তব্যকালে,গত ২৮/০৫/২০১৫ তারিখের ঘটে যাওয়া ঘঠনায় ক্ষিপ্ততা পদর্শন করেন এবন সহকারী শিক্ষক তারা মিয়া খানকে এমন ঘটনার জন্য নিন্দা ঞাপন পূর্বক কালিশিরি গ্রামে অবাঞ্চিত ঘোষনা করেন।
যে কোন মুল্যে তাদের বিদ্যালয়ের মান মর্যাদা অক্ষূন্য রাখার অংগিকার করেন।শিক্ষক তারা মিয়া ও তার ইন্দন দাতাদের বিচার দাবী করেন।
তাঁরা আগামী সোম বারের মধ্যে এর নিষ্পত্তি দেখতে চান নতুবা আইনি সহায়তায় যাবেন বলেও হুঁশিয়ারী দেন।
উল্লেখ্য যে,গত২৮/০৫/২০১৫ তারিখে শোকজের উপর ভিত্তি করে তর্কবিতর্কের এক পর্যায়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারা মিয়া খান প্রধান শিক্ষক মতিউর রহমানকে কাষ্ঠ দ্বারা আঘাত করে পালিয়ে যান।