শেখ হারুন,চুনারুঘাট থেকে :
হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার বড়াইল গ্রামে দৈনিক প্রতিদিনের বাণীর স্টাফ রিপোর্টার ও প্রথম সেবা ডটকমের বার্তা সম্পাদক নুর উদ্দিন সুমনের বাসায় দুঃসাহসিক চুরির সংগঠিত হয়েছে। জানা যায়, সোমবার সাংবাদিক নুর উদ্দিন সুমনের বাসায় কেউ ছিলো না।
বাসা খালি পেয়ে পেছনের রুমের জানালা ভেঙ্গে চোরেরা প্রবেশ করে নুর উদ্দিন সুমনের পাসপোর্ট,৪০হাজার টাকার দামে ১টি লেপটপ,দেড় ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ ৪২ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
সাংবাদিক নুর উদ্দিন সুমন বলেন,আমার পরিবারের কেউ বাসায় ছিলো না,মঙ্গলবার(২২ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৫টায় বাসায় এসে গ্রিলের তালা খুলে দেখি আমার দরজার ভিতরের সিটকারি আটকানো।তখন সন্দেহ হলে বাহিরে গিয়ে দেখি আমার জানালা ভাঙ্গা।
রুমে প্রবেশ করে দেখি রাতের কোন এক সময় আমার পাসপোর্ট,লেপটপ স্বর্ণালঙ্কারসহ নগদ অর্থকড়ি চুরি করে নিয়ে গেছে চোরেরা।চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফসহ থানার একদল পুলিশ ও সাংবাদিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ওসি বলেন,সংগঠিত চুরির বিষয়টি উদঘাটনে পুলিশ কাজ করে যাচ্ছে।