এস এইচ টিটু :
শায়েস্তাগঞ্জে চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
২১ ফেব্রুয়ারি সোমবার রাত সাড়ে ৯টার দিকে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব এর নেতৃত্বে ও এসআই মোঃ মফিজুল হকসহ একদল পুলিশ নূরপুর ইউনিয়নের পুরাসুন্দা সাকিনস্থ শিশু কিশোর একাডেমী এর সামন থেকে লাল চাঁন চা বাগান গামী পাকা রাস্তার উপর হইতে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ এনাম হাসান (২৮)কে গ্রেফতার করেন।
আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ এনাম হাসান শায়েস্তাগঞ্জ ইউনিয়নের লাদিয়া গ্রামের মোঃ আজমল মিয়ার পুত্র।
শায়েস্তাগঞ্জ থানা সুত্রে জানা যায়, ৪৫ (পঁয়তাল্লিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ এনাম হাসান কে গ্রেফতার করা হয়।এবং মাদকদ্রব্য আইনে আটককৃত মাদক ব্যবসায়ীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।