প্রেস বিজ্ঞপ্তি :
আজ ২১শে ফেব্রুয়ারী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
১৯৫২ সালে যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সেই সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে জহুর চান বিবি মহিলা কলেজের পক্ষ থেকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
সকাল সাড়ে আটটায় অধ্যক্ষ, শিক্ষক, কর্মচারী ও ছাত্রীদের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ১০ টায় কলেজে শিক্ষক মিলনায়তনে ‘২১ শে ফেব্রুয়ারি জেগে উঠে বাঙ্গালি জাতি সত্তার চেতনা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
প্রভাষক মো: শাহীন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক তহুরা বেগম, প্রভাষক মুহাম্মদ মহিউদ্দিীন, প্রভাষক মো: রফিকুল ইসলাম, প্রভাষক মো: আরিফুর রহমান, প্রভাষক মো: হোসেন প্রমুখ।
সভায় অধ্যক্ষ বলেন, ভাষা শহীদের ত্যাগের কারণেই আজকে আমরা মন খুলে বাংলা বলছি, লিখছি। বিশ্বের ইতিহাসের বুকে মাতৃভাষার জন্য বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিলাম আমরা এই বাঙালীরাই। ৫২’ ভাষা আন্দোলনের পথ ধরেই জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়।