শেখ হারুন,চুনারুঘাট থেকে :
চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সদস্য নাসির উদ্দীন লস্কর এর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।
নাসির সদ্য চাকুরী পেয়ে লাখাই বিদ্যুৎ জোনাল অফিসের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়,গত ১০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার নিজ কর্মস্থল থেকে লাখাই বাজারে ওষুধ কিনতে যায় নাসির।পথিমধ্যে ট্রলি ও সিএনজি অটোরিক্সার ত্রীমুখী সংঘর্ষে গুরুতর আহত হয় সে।তাৎক্ষনিক স্থানীয়দের সহযোগিতায় নাসিরের পরিবারের লোকজন তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করেন।সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ধানমন্ডি নিউ লাইফ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার(১৮ ফেব্রুয়ারী) বিকাল ৫ টায় হাসপাতালের নিবির পর্যবেক্ষণ কেন্দ্রে(আইসিইউ)চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর।সে চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বড়াব্দা লস্কর বাড়ীর আব্দুল মালেকের কনিষ্ঠ ছেলে।তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরাম পরিবারসহ চুনারুঘাটে কর্মরত সাংবাদিকবৃন্দ।
মরহুমের জানাযার নামাজ শনিবার(১৯ ফেব্রুয়ারী)বেলা ১১ টায় বড়াব্দা গ্রামের তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।