স্টাফ রিপোর্টার :
অবশেষে শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ চন্দ্র দেবকে বহিষ্কার করা হলো। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল ও সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়ার যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ চন্দ্র দেব সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বিষয় নিয়ে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ায় এলাকায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এনিয়ে মিছিল মিটিংসহ নানা কর্মসুচী পালন করে সাধারণ মানুষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করে। প্রশাসনের কঠোরতা আর সাধারণ মানুষের ক্ষোভের মুখে প্রসেজিৎ আত্নগোপনে চয়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তাকে দল থেকে বহিষ্কার করা হয়।