বাহার উদ্দিন, হবিগঞ্জ :
হবিগঞ্জে শিল্পদূষণ থেকে নদ-নদী ও জলাশয় রক্ষার দাবীতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) হবিগঞ্জ জেলা কমিটি আয়োজনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ টাউন হল মিলনায়তনে শিল্পদূষণ থেকে নদ-নদী ও জলাশয় রক্ষার দাবীতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাপার নির্বাহী সভাপতি তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা এডভোকেট সুলতানা কামালের সভাপত্বিতে ও বাপার হবিগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক তোফাজ্জল সোহেলের পরিচালনায় আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন –
জাতিসংঘ উন্নয়ন গবেষণা বিভাগের প্রধান ও বাপার অন্যতম প্রতিষ্ঠাতা ড. নজরুল ইসলাম।
অনুষ্ঠিত আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)”র সাধারন সম্পাদক শরীফ জামিল, বাপা হবিগঞ্জের সভাপতি প্রফেসর ইকরামুল ওয়াদুদ, প্রবীন সাংবাদিক এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বিশিষ্ঠ কবি ও সাহিতিক তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি চৌধুরী মাসুদ আলী ফরহাদ,দৈনিক প্রথম আলো এর জেলা প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন,বাপা হবিগঞ্জ জেলা কমিটির কোষাধ্যক্ষ সোয়েব চৌধুরী,হাওর বাঁচাও আন্দোলন জেলা কমিটির যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী মমিন,মোঃ বাহার উদ্দীন,এম,এ ওয়াহেদসহ আরও অনেকই।
এ ছাড়াও আলোচনায় অংশ নেন শিল্পদূষণের ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গ।
সভায় প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন অপরিকল্পিত শিল্পের প্রসারের ফলে হবিগঞ্জের বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ এলাকা শিল্পবর্জ্যের দূষণের কবলে।এতে থেকে উত্তোরনে নিয়মতান্ত্রিক গন আন্দোলনের বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে সুলতানা কামাল বলেন শিল্পদূষণের কবল থেকে রক্ষায় ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে, আমাদের অবস্থান থেকে সর্বাত্মক সহযোগীতা থাকবে।