বানিয়াচং প্রতিনিধি ॥
বানিয়াচংয়ে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো পদ্মসন সিংহ-এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়াম্যান আবুল কাশেম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল আলম, হবিগঞ্জ জেলা ঈমাম সমিতির সভাপতি মাওঃ আতাউর রহমান, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মেশোহেদ মিয়া প্রমূখ।
সভায় যথাযথ মর্যাদায় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস ২০২২ উদযাপন উপলক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।