চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় করেছেন চুনারুঘাট উপজেলার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
বুধবার বিকালে উপজেলা সভাকক্ষে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল হোসেন বাচ্চু।
প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলার নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন। বক্তব্য রাখেন, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ অঞ্জন রায়, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মানিক চন্দ্র দেব, মাওলানা এম মুখলিছুর রহমান, মোঃ আব্দুল আজিজ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রতিটি কিন্ডারগার্টেনের পড়ালেখার মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষকদেরকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। ছাত্রছাত্রীদের সাথে কোমল ব্যবহার করতে হবে যাতে তারা লেখাপড়ার প্রতি আগ্রহের সৃষ্টি হয়।
উপজেলা শিক্ষা অফিসার বলেন, সরকারের সকল নিয়মনীতি অবশ্যই পালন করতে হবে। কোন অবস্থাতেই সরকারের সিদ্ধান্তের বাহিরে কাজ করা যাবে না। উল্লেখ্য যে, ২০০৭সাল থেকে চুনারুঘাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন পরিচালিত হয়ে আসছে।
১২ ফেব্রুয়ারী মোহাম্মদ ইসমাইল হোসেন বাচ্চুকে সভাপতি ও অঞ্জন রায়কে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারকে এসোসিয়শনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।