মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে অন্তর দাস নামে এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আজ (মঙ্গলবার) দুপুরে উপজেলার বেলঘর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বেলঘর গ্রামের অঞ্জন দাসের ছেলে অন্তর দাস (১৭) নিজ ঘরের ভিতর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে পুলিশ কে খবর দিলে থানার এসআই হুমায়ুন কবির ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এসআই হুমায়ুন কবির জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে প্রেম ঘটিত ব্যাপার থেকে সে আত্মহত্যা করেছে। মৃত্যুর আগে সে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে লাইভে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে।