এস এইচ টিটু :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার নবনির্মিত ভবন এর উদ্বোধন সংক্রান্ত কাজের অগ্রগতি পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।
সোমবার (১৪ ফ্রেব্রুয়ারী ২২)ইং শায়েস্তাগঞ্জ নতুন থানা ভবনটি ঘুরে দেখেন ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।
ডিআইজি আগমণ উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশ এর পক্ষ থেকে ফুল দিয়ে স্বাগত ও গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি সহ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল,শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ
অজয় চন্দ্র দেব,হবিগঞ্জ সহ পিডব্লিউডি, হবিগঞ্জ এর ইঞ্জিনিয়ার ও সংশ্লিষ্ট অফিসারবৃন্দ।