স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের বাহুবলে ৩০ কেজি গাঁজা ও পিকআপসহ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
এএসপি আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে ১৩ ফেব্রুয়ারি রবিবার সকালে অভিযান চালিয়ে চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নের উত্তর ঘন শ্যামপুর গ্রামের পেশাদার মাদক বিক্রেতা মৃত মিন্নত আলী মীরের পুত্র মোঃ শিমু মীর (৩৫) কে গ্রেফতার করে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে আসামি দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিশেষ কৌশলে পিকআপ ব্যবহার করে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল। তার নামে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
র্যাব জানায়, আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ নির্মূলের লক্ষ্যে নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সাম্প্রতিকসময়ে ছিনতাই, মাদক ব্যবসায়ী ও নৃশংসতম অপরাধসমূহ নিয়ে র্যাব সর্বাধিক গুরুত্বের সাথে কাজ করে অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।