মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৬:২০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

অপরাধ দমনে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা- লাখাইয়ে এমপি আবু জাহির

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

স্টাফ রিপোর্টার :

হবিগঞ্জের লাখাই উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সবধরণের অপরাধ দমনে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল বৃহস্পতিবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপদেষ্টার বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।

সভায় এমপি আবু জাহির বলেন, লাখাই উপজেলাটি দাঙ্গাপ্রবণ, দীর্ঘদিন এমন দুর্নাম ছিল। জনপ্রতিনিধি ও প্রশাসনের আন্তরিকতায় সেই দুর্নাম অনেকটা দূর হয়েছে। আগামী দিনেও মাদক, জুয়া, চুরি, ডাকাতি ও বাল্য বিয়েসহ বিভিন্ন অপরাধ দমনে জনপ্রতিনিধি এবং প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই।

তিনি আরও বলেন, অবহেলিত লাখাই উপজেলা আওয়ামী লীগ সরকারের আমলে আলোকিত হয়েছে। সিলেট বিভাগে পরিচিত পেয়েছে এ উপজেলা। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শরীফ উদ্দিন এ সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।

শুরুতেই লাখাই উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নব নির্বাচিত চেয়ারম্যান আরিফ আহমেদ রূপন, আবুল কাশেম মোল্লা ফয়সল, মোঃ নোমান মিয়া, আজাদ হোসেন ফুরুক, আব্দুল কুদ্দুছ ও অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!