এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ই ফেব্রুয়ারি) বিকাল ৪.০০ ঘটিকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহিদুল ইসলাম ।
চুনারঘাট উপজেলার ২ নং ইউনিয়নের আমুরোড বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে সার বিক্রি করায় এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়া যাওয়ায় ৩ টি দোকানকে মোট ৪৫,০০০/- টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে হুশিয়ার করে দেওয়া হয়েছে।