বানিয়াচং প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ ৩জন পলাতক আসামী গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন, জেলার বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া গ্রামের বাসিন্দা ধর্ষণ মামলার আসামী হেলাল মিয়া (২৫) ও অন্য মামলার পলাতক আসামী একই গ্রামের জুয়েল মিয়া ওরফে কারেন্ট জুয়েল (৩২), মোঃ হারুন মিয়া (৩৫)। মঙ্গলবার দুপুরে আসামীদেরকে কোর্টে প্রেরণ করা হয়।
এর আগে মঙ্গলবার সকালে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেনের দিকনির্দেশনায় এসআই ওমর ফারুকসহ একদল পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে হেলাল মিয়াকে গ্রেফতার করেন।
এছাড়া সোমবার দিবাগত রাতে এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেনসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করে ধর্তব্য অপরাধ নিবারণকল্পে দুই আসামীকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, সোমবার বিকেলে বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া গ্রামের এক তরুণী বান্ধবীর বাড়ী থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে হেলাল মিয়ার বাড়ীর সামনে পৌঁছায়। এ সময় হেলাল মিয়া ওই তরুণীকে ফুসলিয়ে বাড়ির সামনে নির্জন গাছ বাগানে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় তরুণীর পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ প্রাপ্তির সাথে সাথে নিয়মিত মামলা আমলে নিয়ে পুলিশ অভিযান চালিয়ে হেলাল মিয়াকে গ্রেফতার করে।