নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ-কাজিরবাজার সড়কের লামলীপাড় নামক স্থানে মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারী) বিকেলে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশার ধাক্কায় সুফিয়া বেগম চৌধুরী (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার উল্লেখিত সড়কে লামলীপাড় নামক স্থানে মঙ্গলবার বিকেলে লামরীপাড় গ্রামের সুফিয়া বেগম চৌধুরী রাস্তা পাড় হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন সাথে সাথে তাকে প্রথমে ইনাতগঞ্জ বাজারে প্রথমিক চিকিৎসা দেন।
পরে তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটি আটক করেছে।