স্টাফ রিপোর্টার,হবিগঞ্জ :
হবিগঞ্জের দরিদ্র লোকজনের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ৬ লক্ষ ৮৯ হাজার পিস মাস্ক বরাদ্ধ করেছে ব্র্যাক। প্রশাসন ও বিভিন্ন সংস্থার মাধ্যমে এই মাস্ক বিতরণ করা হবে। এর মাঝে জেলা প্রশাসকের মাধ্যমে বিভিন্ন উপজেলায় বিতরণের জন্য ৯৮ হাজার মাস্ক জেলা প্রশাসক ইশরাত জাহানের হাতে তুলে দেয়া হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ইশরাত জাহানের হাতে এই মাস্ক তুলে দেন ব্র্যাকের জেলা প্রতিনিধি আতাউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিজেন ব্যানার্জি, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রফিকুল আলম ও বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক ইশরাত জাহান জেলা প্রশাসন থেকে বিতরণের জন্য ১০ হাজার মাস্ক রাখার পর জনসংখ্যা ভিত্তিতে সকল উপজেলার জন্য অবশিষ্ট ৮৮হাজার মাস্ক বিতরণ করেন।
ব্র্যাকের জেলা প্রতিনিধি আতাউর রহমান জানান, জেলা প্রশাসন ছাড়াও বিভিন্ন সংস্থার মাধ্যমে ৬ লক্ষ ৮৯ হাজার মাস্ক বিতরণ করা হবে।