চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নিরঞ্জন দাস (মাখন বাবু) ১৩ তম স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৪ টায় মধ্য বাজারের নিরঞ্জন সিটির দু-তালায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সজল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
আব্দুস সামাদ আজাদ মাস্টারের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলার রানীগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, দেওরগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিতুর রহমান রুমন ফরাজী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার আলী, মাস্টার সত্যেন্দ্র দেব, সাথী মুক্তাদির কৃষাণ চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, কমার্স ব্যাংক চুনারুঘাট শাখার ব্যবস্থাপক আহম্মেদ মুক্তাদির রহমান, চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট নাজমুল ইসলাম বকুল ও এডভোকেট মোস্তাক বাহার প্রমুখ।