সৈয়দ সালিক আহমেদ :
প্রযুক্তি যেভাবে মানুষকে আধুনিক বিশ্বের সাথে পরিচয় করে দিচ্ছে সেভাবে যদি বই পড়ার চর্চার অব্যাহত থাকত তাহলে আমাদের ছেলে মেয়েরা কখনো বিপদগামী হতো না। একটা সময় ছিল পাঠাগার কিংবা লাইব্রেরিতে সকল শ্রেনী পেশার মানুষের আনাগোনা থাকত, কিন্তু এখন তার চিত্র ভিন্ন দেখা য়ায়, হাতে গোনা কয়েকজন পাঠাগার কিংবা লাইব্রেরিকে বাচিয়ে রেখেছেন।
আমাদের বর্তমান প্রজন্মের সন্তানেরা পুতিগত বিদ্যা থেকে অনেক দুরে হারিয়ে যাচ্ছে প্রযুক্তি বিদ্যাকে আর্শীবাদ মনে করে। এটা আমাদের জন্য মোটেও সুখকর নয়। কাজেই আমাদের অবিভাবকদের উচিত ছেলে মেয়েদের হাতে বই তুলে দিয়ে বই পড়ার প্রতি আগ্রহী করে তোলা।
গতকাল শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার, ডিজিটাল গ্রস্থাকার” এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে জাতীয় গ্রন্থাগার দিবসের আলোচনা সভায় বক্তাগণ একথা বলেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রফিকুল আলম, সহকারী কমিশনার সাদিয়া জাহান, জেলা গ্রস্থাকার কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহল্লাহ, সাইফুর রহমানে, নাহিদা খান সুমি, সামিহা চৌধুরী নোভা প্রমুখ।