স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থী (১১) কে বলাৎকারের অভিযোগে শাহ জাহান মিয়া (৬০) নামে একবৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ উপজেলার নিজগাও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে । সে লক্ষীপুর জেলার কাঞ্চনপুর ইউনিয়নের শেফালীপাড়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে। এবিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা সুজন মিয়া বাদি হয়ে শায়েস্তাগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী বাহুবল উপজেলার মিরপুর জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার নূরানী বিভাগের ২য় শ্রেণীর শিক্ষার্থী । সে গত ২ ফেব্রুয়ারী মাদ্রাসা থেকে পালিয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে চলে আসে।
এসময় ওই শিক্ষার্থীর সঙ্গে দেখা হয় ভ্রাম্যমাণ আতর ব্যাবসায়ী অভিযুক্ত শাহ জাহানের সঙ্গে। তখন শাহ জাহান তাকে ফুসলিয়ে তার ভাড়াটিয়া বাসায় নিয়ে যায়। ওইদিন মধ্যরাতে তাকে জোরপূর্বক বলাৎকার করে।
পরেরদিন (৩ ফেব্রুয়ারি) তার বাড়িতে আটকে রেখে আবারও বলাৎকার করে। এর পরদিন রাতে পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দারা ওই শিশুর কান্না শুনে শায়েস্তাগঞ্জ থানায় খবর দিলে তাকে উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব জানান, এলাকা বাসীর মাধ্যমে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার পূর্বক অভিযুক্ত শাহজাহান মিয়াকে আটক করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।