স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জে ইয়াং টাইগার অনুর্ধ ১৬ চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের খেলার উদ্বোধন হয়েছে।শনিবার সকালে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে খেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রফিকুল আলম।
হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এডভোকেট শাহ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বদরুল আলম।
উদ্বোধনী খেলায় জয়লাভ করে চট্টগ্রাম জেলা। তারা ৫ রানে মৌলভীবাজার জেলাকে পরাজিত করে। টসে জয়লাভ করে চট্ট্রগ্রাম প্রথমে ব্যাটিং করতে নেমে বৃষ্টির জন্য নির্ধারিত হওয়া ২৭ ওভারে ৭৬উইকেটে ১১১ রান সংগ্রহ করে। জবাবে মৌলভীবাজার জেলা ২৭ ওভারে ১০৬ রান করে অল আউট হয়ে যায়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত টুর্ণামেন্টের অপর দলটি হল ফেনী জেলা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, যুগ্ম-সাধারন সম্পাদক মহিউদ্দিন চৌধুরী পারভেজ, সদস্য জামাল উদ্দিন তালুকদার খোকন ও ফেরদৌস আহমেদ।