এস এইচ টিটু :
শায়েস্তাগঞ্জ পুরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী এম এ কাইয়ুম আর নেই! জানাজায় ছিল শোকাহত মানুষের ঢল।
বুধবার বাদ আসর নতুনব্রীজ হোসাইনিয়া মাদ্রাসা মাঠে মরহুম এর জানাজা অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ৭ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে মরহুমের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম আব্দুল কাইয়ূম শায়েস্তাগঞ্জ পুরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর জাতীয় পার্টির সভাপতি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি তার পরিবারে স্ত্রী, এক ছেলে, মেয়ে, পুত্রবধূ ও নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।জানাজার পর পারিবারিক কবরস্থানে ওনাকে দাফন করা হয় ।
মরহুমের নামাজে জানাজায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাসহ এলাকার মুরুব্বীয়ান, যুবসমাজ ও ধর্মপ্রাণ মুসল্লিগন উপস্থিত ছিলেন।
মরহুম আব্দুল কাইয়ূম দৈনিক যুগান্তর শায়েস্তাগঞ্জ উপজেলা প্রতিনিধি ও দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম পত্রিকার বার্তা সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ এর পিতা।
মরহুম আব্দুল কাইয়ূম এর মৃত্যুতে শোক প্রকাশ করেন – আলহাজ্ব এডভোকেট আবু জাহির এমপি, জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক জালাল খান, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির সৈকত, শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার,মোঃ আব্দুর রকিব,দৈনিক শায়েস্তাগঞ্জ পত্রিকার সম্পাদক সাখাওয়াত হোসেন টিটু ও জালাল উদ্দিন রুমি।
এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।