স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের সীমান্তবর্তী বি-বাড়িয়া জেলার নাছির নগর উপজেলার চাপরতলা ইউনিয়নের ঐতিহ্যবাহী খান্দুরা হাবেলী ‘‘মা” সাইয়্যিদিনা মা ফাতেমা খাতুন জান্নাত মহিলা হাফিজিয়া মাদ্রাসা’’ উদ্বোধনী সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ জানুয়ারী) দুপুরে ঐতিহ্যবাহী খান্দুরা উত্তর হাবেলী সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিন (রহ:) পূর্ব-পশ্চিম রওজার বংশদর হযরত শাহ সৈয়দ নজিবুল হোসেন জলফু (রহ:) সাইয়্যাদিয়া দরবার শরীফ এলাকায় ২০২১ সালে মুজিব বর্ষ উপলক্ষে স্থাপিত হয়।
“মা” সাইয়্যিদিনা মা ফাতেমা খাতুন জান্নাত মহিলা হাফিজিয়া মাদ্রাসা’’ উদ্বোধনী আয়োজিত আলোচনা সভায় গদ্দিনিশিন পীরজাদা সৈয়দ রফিকুল হোসেন এর সভাপতিত্বে ও মাদ্রাসা প্রতিষ্ঠাতা এবং পরিচালক পীরজাদা সৈয়দ মুজিবুল হোসেন লিটন এর পরিচালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, লাখাই উপজেলার মুড়াকরি ইউনিয়নের সমাজ সেবক ও জননন্দিত চেয়ারম্যান মোঃ ফয়সল আহমেদ, শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, নাসির নগর উপজেলা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর সভাপতি মোঃ আব্দুল মন্নান, সহ জনপ্রতিনিধি, এলাকার মুরুব্বী, বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ, খান্দুরা প্রত্যেক হাবেলীর পীরজাদা, মুরুব্বী সাইয়্যিদিয়া নূরীয়া পাঞ্জাতন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার অর্ধশতাধিক ছাত্র, শিক্ষক এসময় উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় মাদ্রাসা প্রতিষ্ঠাতা এবং পরিচালক পীরজাদা সৈয়দ মুজিবুল হোসেন লিটন বলেন, এই খান্দুরা হাবেলীতে সাইয়্যিদিয়া নূরীয়া পাঞ্জাতন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা স্থাপিত করা হয় এবং দীর্ঘ বছর যাবত এই নূরীয়া পাঞ্জাতন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা চালু করার পর শত শত দ্বিনি শিক্ষায় শিক্ষিত করে তোলা হয়।
খান্দুরা হাবেলী কোন প্রকার মহিলা হাফিজিয়া মাদ্রাসা নেই। তাই মহিলাদের দ্বিনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য মহিলা হাফিজিয়া মাদ্রাসার বিশেষ প্রয়োজন। পর্যায়ক্রমে এখানে মহিলাদের জন্য হেফজ খানা চালু করা হবে।
বক্তব্য শেষে মাদ্রাসা উদ্বোধনী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে মুনাজাত পরিচালনা করেন খান্দুরা হাবেলীর সৈয়দ মাসুদ বখত কায়েদ।