এস এইচ টিটু :
কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের ইভিএম পদ্ধতিতে ভোট সম্পন্ন হয়েছে।
৫ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করলেও প্রকৃতপক্ষে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও আওয়ামী লীগ বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী দুজনের মাঝে মূল প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়।
সব জল্পনা কল্পনা ও আলোচনা শেষে বিপুল ভোটে বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ বুলবুল খাঁন আনারস প্রতীকে্ ৫০৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক মোঃ আব্দুস সামাদ পেয়েছেন ২১২৪ ভোট। জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের মোহাম্মদ মোখলেস মিয়া পেয়েছেন ১৫০ভোট। স্বতন্ত্র প্রার্থী লাকি আক্তার চশমা প্রতীকে পেয়েছেন ৫৯ভোট। স্বতন্ত্র প্রার্থী আহমেদ খান ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪২১ভোট।
এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে সংরক্ষিত ওয়ার্ডে ১,২,৩ নং ওয়ার্ডে আয়েশা আক্তার লাকি ১ হাজার ১ শ ৭৬ ভোট, ৪,৫,৬ নং ওয়ার্ডে লাকি আক্তার ৯ শ ১৯ ভোট, ৭,৮,৯ নং ওয়ার্ডে নার্গিস আক্তার ১ হাজার ৩ শ ৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডে ৪৬৮ ভোট পেয়ে আব্দুস সালাম, ২ নং ওয়ার্ডে ৩০৯ ভোট পেয়ে শামিমুর রহমান, ৩ নং ওয়ার্ডে ২৭১ ভোট পেয়ে খলিলুর রহমান, ৪ নং ওয়ার্ডে ৩৪২ ভোট পেয়ে এখলাছুর রহমান, ৫ নং ওয়ার্ডে ৩৭৯ ভোট পেয়ে খলিল মিয়া, ৬ নং ওয়ার্ডে ৩২৬ ভোট পেয়ে সাদেক মিয়া, ৭ নং ওয়ার্ডে ৩৫১ ভোট পেয়ে আঃ শহীদ, ৮ নং ওয়ার্ডে ৪৯০ ভোট পেয়ে আঃ আমিন দুলাল এবং ৯ নং ওয়ার্ডে ৩৮০ ভোট পেয়ে তাজল মিয়া বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, ৮ নং শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটার ৯ হাজার ৯ শ ৮২ জন। এর মধ্যে মোট ভোট কাস্ট হয়েছে ৭ হাজার ৮ শ ৩২ টি। বাতিল হয়েছে ১২ টি ভোট।
ছোটখাটো কিছু ঘটনা ছাড়া সুন্দর সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রথম ইভিএম ভোট। সকাল থেকেই ভোটারের দীর্ঘ লাইন বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি অনেকেই অবাক করেছে। ভোট প্রক্রিয়ায় কিছুটা ধীর গতি দেখা গেলেও অনেকেই ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিশেষ করে ভোটের আগে যেরকম করে ভয় করছিল সেটি ভোট দেয়ার পরে হাসি দেখেই ভোটারের বোঝা যাচ্ছিল।
ভোটের অংশগ্রহণকারী নারী ভোটার সুফিয়া বেগম বলেন, বাবারে ভোটের আগে খুব ভয় পাইছিলাম। ভোটকেন্দ্রে সবাই সাহায্য করছে, এই কারণে খুব সহজেই ভোট দিতাম পারছি।
কলিম নগর গ্রামের ভোটার নিত্যগোপাল শর্মা বলেন, ভোটের আগে ভয় লাগছিল, ভোট দিয়া মনে হয়েছে খুব সহজ। ইভাবেই ভালা।