চুনারুঘাট প্রতিনিধি :
সারাদেশে জেঁকে বসেছে শীত। শীতের তীব্রতায় ভোগান্তি নেমে এসেছে সাধরণ মানুষের মাঝে। গ্রামাঞ্চলে, দরিদ্র মানুষ এর প্রকোপে দিন কাটাচ্ছেন নাজুক অবস্থায়।
এমন পরিস্থিতিতে চুনারুঘাটে শীতার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল হোসেন লিটন। সোমবার সকালে তিনি অর্ধশতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ।
তীব্র শীতের দিনে তার এ সহযোগিতা পেয়ে খুশি এলাকাবাসী। অসহায় মানুষের পাশে থেকে এই উদ্যোগে খুশি স্থানীয়রাও। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী, ও প্রচার সম্পাদক শংকর শীল সহ আরো অনেকেই।