এস আজাদ :-গত ২৮ /০৫/২০১৫ ইং তারিখে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদস্থ কালিশিরি জুনিয়র স্কুলের প্রধান শিক্ষক মতিউর রহমানকে সহকারী শিক্ষক তারা মিয়া খান দ্বারা লাঞ্চিত হওয়ার প্রতিবাদে প্রতিবাদ সভা আজ।সংবাদ কর্মী আজিজুল হক নাসির জানান গত বৃহঃপতি বার প্রায় ১১ টার সময় স্কুলে আসায় সহকারী শিক্ষক তারা মিয়া খানকে দেরিতে স্কুলে আসার কারন দর্শানোর জন্য লিখিত নোটিশ প্রদান করেন প্রধান শিক্ষক মতিউর রহমান এই নিয়ে তারা মিয়া খান কারন র্দশাননি বরং প্রধান শিক্ষকের সাথে কেন নোটিশ প্রদান করলেন বলে তর্কবিতর্কে লিপ্ত হন,তর্কবিতর্কের এক পর্যায়ে প্রধান শিক্ষককে প্রহার করে পালিয়ে যান শিক্ষক তারা মিয়া। ঘটনায় ক্ষিপ্ত হয়ে গ্রামবাসী মাইকিং করে প্রতিবাদ সভা ডেকেছে। আজ সকাল নয়টায় কালিশিরি স্কুল প্রাংগনে অনুষ্ঠিত হবে সভাটি।সভায় সভাপতিত্ব করবেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব মুজিবুর রহমান।