এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় শিক্ষক শিক্ষিকাদের কম্পিউটার প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ জানুয়ারি) বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা ভবনে শিক্ষা কর্মকর্তা শামসুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার।
উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে স্কুল ও মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাদের নিয়ে ছয় দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে।উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক শিক্ষিকাদের অনলাইন ভিত্তিক ক্লাস পরিচালনায় এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এতে শিক্ষক শিক্ষিকাগণ ছাত্র ছাত্রীদের পাঠদানের মাধ্যমে করোনাকালীন শিক্ষা কার্যক্রম ব্যবস্থাপনার পরিচালনা করবেন।দুই ব্যাচে মোট ৪৮ জন শিক্ষক শিক্ষিকা এই অনলাইন ভিত্তিক ক্লাস পরিচালনায় কম্পিউটার প্রশিক্ষণ গ্রহন করেন।আজ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের সনদপত্র প্রদানের মাধ্যমে সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন এপিও সালাউদ্দীন, ট্রেইনার শিক্ষক সাইফুল, মনির ও কাদের প্রমুখ।