চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
‘কুষ্ঠ রোগীর সামাজিক মর্যাদায়, ঐক্যবদ্ধ আমরা সবাই’ এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাটে হীড বাংলাদেশের উদ্যোগে বিশ্ব কুষ্ঠদিবস পালন করা হয়েছে।
এ-উপলক্ষে সকাল ১১টায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফাতেমা হক।
এতে বক্তব্য রাখেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য পরিদর্শক কবির আহমেদ,হীড বাংলাদেশের কর্মকর্তা পিঠার বাড়ৈ, চুনারুঘাট রিপোর্টার ইউনিটির যুগ্ম সম্পাদক ফারুক মাহমুদ প্রমূখ।