দিলোয়ার হোসাইন:
হবিগঞ্জ প্রেসক্লাবের দপ্তর ও প্রকাশনা সম্পাদক শরিফ চৌধুরী জাতীয় মূলধারার গণমাধ্যম দৈনিক মানবকন্ঠের হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন৷ ২৯ জানুয়ারি শনিবার বিকেলে দৈনিক মানবকন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক দুলাল আহমেদ চৌধুরী স্বাক্ষরিত একটি নিয়োগপত্রে তাকে হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হয়৷
শরিফ চৌধুরী দুই দশকের বেশি সময় ধরে হবিগঞ্জে সাংবাদিকতা করে আসছেন৷ তিনি জাতীয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল নিউজনাউ টুয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন৷ একইসাথে তিনি হবিগঞ্জের জনপ্রিয় অনলাইন পোর্টাল হবিগঞ্জ নিউজ এর সম্পাদক৷
ইতিপূর্বে তিনি দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেসের সিনিয়র স্টাফ রিপোর্টার,দৈনিক বিজয়ের প্রতিধ্বনির বার্তা সম্পাদক, দৈনিক হবিগঞ্জের জননীর নির্বাহী সম্পাদক ও দৈনিক হবিগঞ্জ সমাচার এর যুগ্ম সম্পাদক হিসেবেও কাজ করেছেন৷ দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি নিযুক্ত হওয়ায় পেশাগত দায়িত্ব পালনে তিনি সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেছেন৷
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শরিফ চৌধুরী বর্তমানে হবিগঞ্জ প্রেসক্লাবের দপ্তর ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন৷ এছাড়াও তিনি হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন৷