বাহুবল ( হবিগঞ্জ) প্রতিনিধি :
বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নে চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী আব্দুর রউফ বাহারের পথ সভায় নৌকার কর্মীদের হামলায় ৪ জন গুরুত্বর আহত হয়েছেন। আহত একজনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্যান্যদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় চশমা প্রতীকের শো -ডাউন শেষে নতুন বাজারে একটি পথ সভার প্রস্তুতিকালে নৌকার কর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়।
আহতরা হলেন, পূর্ব ভাদেশ্বর গ্রামের রইছ আলীর ছেলে মোঃ আকরাম আলী (২৪), পূর্ব জয়পুর গ্রামের মকছুদ আলীর ছেলে মোঃ রুস্তম আলী (২৫),, চিচিরকোট গ্রামের আব্দুল হাইর ছেলে মোঃ আফজল মিয়া (২৫), সুন্দ্রিটিকি গ্রামের জমির হোসেন (২৩)। এর আগে মঙ্গলবার চশমার প্রতিকের অপর কর্মী তুরাব আলী নামের একজনকে পিটিয়ে রক্তাক্ত করে নৌকার লোকজন।
চেয়ারম্যান প্রার্থী কাজী আব্দুর রউফ বাহার জানান, চশমা প্রগতিকের শো-ডাউনে জনতার স্রোত দেখে তারা সহ্য করতে না পেরে হামলা চালিয়ে ৪ জন কর্মীকে আহত করেছে। এসময় হামলাকারীরা চশমা প্রতীকের সমর্থনে কাজ না করার হুমকী দেয়।
এ ব্যাপারে নৌকা প্রতীকের প্রার্থী কামরুজ্জামান বশিরের মোবাইল ফোনে কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।