এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় পুষ্টি পবিত্র কুরআনের আলো ১৪তম হিফজ জেলা প্রতিযোগীতা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ জানুয়ারি)সকাল ১০টা থেকে বাদ আসর পর্যন্ত মার্কাজুল ফুরকান আল ইসলামি মাদ্রাসা,বিলপাড় হাতুন্ডা,চুনারুঘাট এর পরিচালক হাফেজ আব্দুল হান্নান তারেকের সভাপতিত্বে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দারুল হিকমা তাহফিজুল কোরআন মাদ্রাসা,মোহাম্মদপুর,ঢাকা এর শিক্ষক হাফেজ মাওলানা ইসমাইল হোসাইন।
বাংলা ভিশন চ্যানেলের আয়োজনে দেশব্যাপী পুষ্টি পবিত্র কুরআনের আলো ১৪তম হিফজ প্রতিযোগীতার অডিশনে হবিগঞ্জ জেলা থেকে প্রায় অর্ধশতাধিক কোরআনের বুলবুল শিক্ষার্থীদের অংশ গ্রহনে বিভাগীয় প্রতিনিধি নির্বাচনের লক্ষে অডিশন শুরু করা হয়।
দিনব্যাপী প্রতিযোগীদের মধুর সুরের হিফজ কোরআন পাঠের মাধ্যমে বিচারক গণ মারকাজুল ফুরকান মাদ্রাসা হাতুন্ডা বিলপাড়ের ছাত্র মাহমুদুল হক শাকিবকে (১ম) জোবায়ের আহমেদ(২য়)বাইতুন কুরআন হাফিজিয়া মাদ্রাসা, মির্জাপুরের ছাত্র তারেক আহমেদ (৩য়), আবু বক্কর ৪র্থ)ও পাইকুড়া নুরুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা,পাইকুড়ার ছাত্র সাইফুল ইসলাম (৫ম)বিজয়ী ঘোষনা করে ইয়েস কার্ড দিয়ে বিভাগীয় অডিশনের মনোনীত করেন।
এসময় সহযোগী বিচারক হিসাবে উপস্থিত ছিলেন হাফেজ আলতাফ আহমেদ,হাফেজ আবিদ আলী সহ স্থানীয় বাসিন্দা আছকির মিয়া, মোহাম্মদ আলী জিন্নাহ চৌধুরী,হুমায়ুন কবির,হাফেজ রাফি আহমেদ ও বাংলা ভিশন জেলা প্রতিনিধি নাহিজ,হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, জি টিভি জেলা প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন,মিডিয়া পার্টনার,স্পন্সর কোম্পানিগুলোর প্রতিনিধি সহ আয়োজক নেতৃবৃন্দ গণ।