আব্দুর রাজ্জাক রাজুঃ
চুনারুঘাট সীমান্তের মাদক কারবারি বহু মামলার পলাতক আসামি আঃ ছাত্তার (৪২) কে আটক করেছে গুইবিল বিজিবি।এ সময় আরো কয়েকজন পালিয়ে যায়।
২৬ জানুয়ারী বুধবার ভোরে গুইবিল সীমান্তের নালুয়া চা বাগান এলাকায় হাবিলদার আঃ রহমান টহলরত অবস্থায় অভিযান করে সীমান্তের আতংক মাদক কারবারি আঃ ছাত্তার কে ভারতীয় ১০ কেজি গাঁজাসহ আটক করে।
এ সময় একই সীমান্তে ৮ টি ভারতীয় গরু মালিক বিহিন আটক হয়।
গুইবিল সীমান্তের সুবেদার মোস্তফা কামাল জানান,সুন্দর পুর (হাল সাং-কালামন্ডল)গ্রামের আঃ নুর উপরে ছোট করার পুত্র আঃ ছাত্তার এলাকার চিহ্নিত মাদক চোরা-কারবারি।মাদকের বিরুদ্ধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।
আটক ছাত্তারের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে বিজিবি।