হবিগঞ্জ থেকে : পল্লীবন্ধুর এরশাদ মুক্তিযোদ্ধাদের জাতীয় শ্রেষ্ট সন্তান হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন-শংকর পাল ,মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির উদ্যোগে চৌধুরী বাজারস্থ অস্থায়ী কার্য্যালয়ে মঙ্গলবার রাত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক শংকর পালের সভাপতিত্বে এবং সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক এসএম লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা জাপার সহ-সভাপতি আব্দুল মুক্তাদীর চৌধুরী অপু, সাবেক সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ বাবুল, সাবেক সহ-সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, প্রভাষক ওয়াহিদুর রহমান, গোলাম কিবরিয়া চৌধুরী, আব্দুর রউফ, শেখ জালাল, শাসছুল ইসলাম ফেরদৌস, রইছ আলী, দিলীপ বর্মণ, জুয়েল আহমেদ জীবন, সোহেল আহমেদ রানা, শেখ জাবেদ, তাহির মিয়া,রাহিম আহমেদ, সিরাজুল ইসলাম, বিশ্বজিৎ চৌধুরী, মোঃ নুরুল হক প্রমুখ। সভায় সভাপতির বক্তব্যে জেলা সাবেক সাধারণ সম্পাদক শংকর পাল বলেন, পল্লীবন্ধুর এরশাদ মুক্তিযোদ্ধাদের জাতীয় শ্রেষ্ট সন্তান হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। তার শাসন আমলে মুক্তিযোদ্ধাদের সব্বোর্চ্চ সম্মানে অধিষ্ঠিত করেছিলেন।