স্টাফ রিপোর্টারঃ
চুনারুঘাটে অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত, হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন।
সোমবার (২৪ জানুয়ারি) বিকালে শানখলা ইউনিয়নের রমাপুর এলাকায় মন্নান মাস্টার স্কুল অ্যান্ড কলেজে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন চুনারুঘাটের টিম লিডার তাউস মিয়ার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং শানখলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন হবিগঞ্জের উপদেষ্টা মোঃ জমির আলী, মুহিন শিপন, মন্নান মাস্টার স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল মান্নান।
এছাড়াও সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন ডিসিএফ হবিগঞ্জের অর্থ সম্পাদক জুয়েল মিয়া, লজিস্টিক আল আমিন, সদস্য তাসলিমা জান্নাতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।