নিজস্ব প্রতিবেদক :
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় শায়েস্তাগঞ্জের গর্ব মোঃ আব্দুল হাই আল মাহমুদ ও মোঃ নজরুল ইসলাম কে সংবর্ধনা প্রদান করেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব।
২১ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব কনফারেন্স রুমে সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি আসম আফজল আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন এর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সচিব আব্দুল হাই আল মাহমুদ, যুগ্ম সচিব নজরুল ইসলাম।
এছাড়া ও বক্তব্য রাখেন, প্রেস ক্লাবে সাবেক সভাপতি এডভোকেট হুমায়ূন কবির সৈকত, ফিরোজুল ইসলাম চৌধুরী, সমুজ আলী আহমেদ, আব্দুর রকিব, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল আল মামুন, মিজানুর রহমান শামীম।
স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহসভাপতি নওরোজুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাব সদস্য হাফিজ তোফায়েল আহমেদ মনির।
আলোচনা সভা শেষে শায়েস্তাগঞ্জের কৃতি সন্তান দুই যুগ্ম সচিব কে ক্রেস্ট তুলে দেন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্য।