বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি :
বাহুবল উপজেলার লস্করপুরে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার বিকাল ৪ টার দিকে লস্করপুরের ঘোষপাড়া এলাকায় হবিগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে লতিফ মিয়া (৪৫) নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করেন। এসময় তার কাছ থেকে সাড়ে ৭ হাজার টাকা মূল্যের ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আব্দুল লতিফ শায়েস্তাগঞ্জ পৌর এলাকার সুদিয়াখলা গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। সে লস্করপুর রেল কলোনিতে বসবাস করে মাদকের কেনা-বেচা করে আসছিল। গ্রেফতারের পর তাকে বাহুবল মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে বাহুবল মডেল থানায় মামলা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। মামলার বাদি এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।