নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
নবীগঞ্জ বাজারের স্বনামধণ্য বিশিষ্ট ব্যবসায়ী অজিত কুমার রায়ের পরিবারের পক্ষ থেকে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে শহরের ঐতিহ্যবাহি গোবিন্দ জিউড় আখড়া প্রাঙ্গনে দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ধর্মীয় রিতিনীতি অনুশরণ করে উক্ত মন্দির নির্মাণের উদ্বোধন করেন মন্দির দাতা অজিত কুমার রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী ও পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক মিহির কুমার রায় মিন্টু, আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, পুজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল আর্চায্য, সাধারণ সম্পাদক সুখেন্দু রায় বাবুল, প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ গোবিন্দ আখড়ার সভাপতি সুবীনয় কর, সেক্রেটারী নারায়ন চন্দ্র রায়, বিশিষ্ট ব্যবসায়ী কেতকী রঞ্জন পাল, অশোক তরু দাশ, বিধান ধর, বিকাশ রায়, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিমর্লেন্দু দাশ রানা, মনি শংকর সরকার, হিমাংশু রায়, চারু চন্দ্র দেব, রনবিন্দু রায়, স্বাধন দাশ, শংকর দেব, নীলমনি সুত্রধর, মৃদুল রায়, নিতেশ রায়, প্রনব দেব, দ্বীপক পাল, মহাদেব রায়, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম রায়, দাতা পরিবারের সদস্য অমিয় কান্তি রায়, অশিম কুমার রায়, উত্তম কুমার রায় ও রতন রায়সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নবীগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী অজিত কুমার রায় দীর্ঘদিন ধরে শহরে সুনামের সহিত বিভিন্ন ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি নবীগঞ্জ-শেরপুর রোডস্থ মের্সাস ইর্ষ্টাণ ফিলিং ষ্টেশন, অজিত রায় ড্রাগ হাউস, অজিত রায় গ্যাস সিলিন্ডার, অজিত রায় প্যাক পয়েন্ট পাম, অজিত রায় গ্রসারি সোপ, অজিত রায় মসলা মিল ইত্যাদি’র সত্যাধিকারী। ইতিমধ্যে অজিত রায় পরিবারের পক্ষ থেকে নবীগঞ্জের বিভিন্ন ধর্মী ও শিক্ষা প্রতিষ্টানে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছেন। সর্বশেষ পরিবারের সদস্যদের নিয়ে নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়ায় ওই মন্দির নির্মাণের সিদ্ধান্ত গ্রহন করেন। পরে ধর্মীয় নেতৃবৃন্দ এবং নবীগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করে গতকাল বৃহস্পতিবার আনুষ্টানিক ভাবে উক্ত মন্দির নির্মাণ কাজের উদ্বোধন করেন। এতে ব্যয় হবে প্রায় ১৫ লাখ টাকা। দাতা সদস্যরা জানান উক্ত মন্দির নির্মাণ কাজে ধার্য্য টাকার উপড়ে ব্যয় হলেও তারা এর দায়িত্ব বহন করবেন।