নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাবা-মাকে মারধর করায় নেশাগ্রস্ত এক ছেলের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।তার নাম পারছু মিয়া (২২)। উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট এলাকা এই ঘটনা ঘটেছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম উত্তম কুমার দাশ।জানা গেছে, বাবা-মায়ের দেওয়া অভিযোগ ও তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ১৮ জানুয়ারি বিকেল ৪টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
অভিযানে এসআই শফিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সহায়তা করে।