নিজস্ব প্রতিবেদক :
জাতীয় শুদ্ধাচার কৌশল,তথ্য অধিকার আইন ও অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক সিলেট বিভাগীয় সেমিনার রবিবার(১৬ জানুয়ারী) সিলেট নগরীর হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল এ অনুষ্টিত হয়।
দিনব্যাপী সেমিনার সিলেট জেলা সুজন এর সভাপতি মাহমুদ উদ সামাদ চৌধুরীর সভাপতিত্বে ও সুজন- সুশাসনের জন্য নাগরিক এর কেন্দ্রীয় সমন্বয়ক দীলিপ কুমার সরকার এর সন্চালনায় অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন এম, সি বিশ্ববিদ্যালয় কলেজের অবঃ অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ বিশেষ অতিথি তৌফিক আলী।জাতীয় শুদ্ধাচার বিষয়ে আলোচনা করেন এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর নির্বাহী পরিচালক লক্ষীকান্ত সিংহ,তথ্য অধিকার বিষয়ে আলোচনা করেন সিলেট জেলা তথ্য অফিসের পরিচালক উজ্জল শীল,অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে আলোচনা করেন যমুনা টিভির সিলেট অন্চলের প্রধান মাহবুবুর রহমান।
এছাড়া অনলাইন এ যুক্তহয়ে আলোচনায় অংশ নেন সুজন- সুশাসনের জন্য নাগরিক কেন্দ্রীয় সম্পাদক ডঃ বদিউল আলম।সেমিনারে সিলেট বিভাগের সিলেট,মৌলভীবাজার,সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার ৫ জন করে অনলাইনে কোর্স সম্পন্নকারী সাংবাদিক ও সুজন নেতৃবৃন্দ অংশ নেন।
সেমিনারে তিনজন সেরা অনুসন্ধানী প্রতিবেদককে পুরস্কৃত করা হয় এবং কোর্স সম্পন্নকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
সেমিনারে হবিগঞ্জ জেলা থেকে অংশ গ্রহণকারীরা হলেন জেলা সুজনের সম্পাদক চৌধুরী মিসবাহ উল বারী লিটন,সাংগঠনিক সম্পাদক মীর দুলাল,দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি আব্দুর রকিব,দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মোঃ বাহার উদ্দীন,দৈনিক ঢাকা প্রতিনিধি মোতালিব তালুকদার দুলাল।