নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’ল গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে অর্ধশত আহত হয়েছে।বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মীর্জাপুর গ্রামের ইউপি মেম্বার কালন মিয়ার সাথে একই এলাকার হাজী হাবিবুর রহমনের জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে গত কয়েকদিন যাবত উভয় পক্ষের মধ্যে বিচ্ছিন্ন ঘটনাও ঘটে।
আহতদের মধ্যে মজনু মিয়া (২৫), আহাদ মিয়া (৪৫), আব্দুল আওয়াল (৫০), রেজিয়া খাতুন (৩৫), জুয়েল মিয়া (১৮), হারুন মিয়া (৪০), নার্গিস আক্তার (২৬), ইমান আলী(৪৫), আলী হোসেন (৪৭),মামুন মিয়া (২২), মিলন মিয়া (৩০),জাহানারা বেগম(৫০),এংরাজ বানু (৩৩),তফুরা বেগম (৩০),আবুল কালাম(৪০)কে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে একই ঘটনার জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র টেটা, বল্লম, ফিকলসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।