প্রেস বিজ্ঞপ্তি :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আসামপাড়া বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক বাজার অভিযান পরিচালিত হয়।
১১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালিত হয় ।
এ সময় বিভিন্ন অপরাধে আসামপাড়া বাজারের ০৫টি প্রতিষ্ঠানকে মোট ২৫,০০০/- (পচিশ হাজার টাকা) জরিমানা করা হয়।
অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দেবানন্দ সিনহার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
র্যাব-৯ ও জেলা সেনিটারী ইন্সপেক্টর ফরিদা ইয়াসমিন অভিযানে সহযোগীতা করেন।
খাবারে রং ব্যাবহার, হাইড্রোজ ব্যাবহার, টেস্টিং সল্ট ব্যাবহারের কারনে ছাতা রোষ্টুরেন্টকে ৬,০০০/- , সেভেন স্টার হোটেলকে ২,০০০/- মেসার্স ব্রাদার্স কে ৫,০০০/- টাকা জরিমানা করা হয়।
মেয়াদউত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের কারনে। একই সময়ে হক ফার্মেসীকে ৮,০০০/- টাকা জরিমানা করা হয়। মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রয়ের কারনে ও মেয়াদ উত্তীর্ণ বিস্কুট বিক্রয় ও দইয়ে মেয়াদ মুল্য না থাকার কারনে বনলতা ফুডসকে ৪,০০০/- টাকা জরিমানা করা হয় ।জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে ।