আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ থেকে :
নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর(পশ্চিম) ইউনিয়নের বাউসী গ্রাম সংলগ্ন ঘুনার বন হাওর থেকে অসীম দাশ(২১) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। অসীম দাশ বীর মুক্তিযোদ্ধা অবনী দাশের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ জানুয়ারি) উপজেলার বড় ভাকৈর(পশ্চিম) ইউনিয়নের বাউসী গ্রামের পাশের হাওর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত অসীম দাশ স্থানীয় বিবিয়ানা কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র ছিল।
নিহতের বোন জামাই হরেকৃষ্ণ দাশ জানান, সোমবার বেলা ১টায় বাড়ি থেকে জমি চাষের উদ্দেশ্য বাড়ী থেকে পার্শ্ববর্তী ঘুনার বন হাওরে যায় অসীম দাশ। এরপর আর ফিরে আসেনি।
পরদিন মঙ্গলবার (১১জানুয়ারি) বেলা ১০ টার দিকে বাউসী গ্রাম সংলগ্ন ঘুনার বন নামক স্থানে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নবীগঞ্জ থানা পুলিশ বেলা ৪ টার দিকে। পরে ময়না তদন্তের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে লাশ পাঠিয়েছে পুলিশ ।
এদিকে নবীগঞ্জ-বাহুবলের সার্কেল এএসপি মোঃ আবুল খায়ের ও নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ডালিম আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ ডালিম আহমেদ বলেন, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এটি হত্যা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।