আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ থেকে :
ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শাহ মাসুম আহমেদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত মাসুম উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট উত্তর পাড়া গ্রামের আব্দুল বারীর পুত্র।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাসুম সোমবার (১০ জানুয়ারী) রাত সাড়ে ৭ টায় মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট নতুন বাজার নামক স্থানে একটি চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে গল্প করছিল। এ সময় ঢাকা থেকে সিলেটগামী অতিরিক্ত মাল বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট-১৮-৮৭২৫) ঘটনাস্থলে আসা মাত্রই বিকট শব্দে ট্রাকের চাকা ফেটে যায়। এ সময় চাকার রিং ছিটকে গিয়ে মহাসড়কের অপর পাশে দোকানে বসে থাকা মাসুমের মাথায় আঘাত করে। এতে মাসুম ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্র ও শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
শেরপুর হাইওয়ে থানার ওসি মোঃ নবীর হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।