বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধি :
বাহুবল উপজেলার ঐতিয্যবাহী মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের অন্যতম সদস্য, বিদ্যালয় পরিচালনা কমিটির বারবার নির্বাচিত সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ আব্দুস সালাম মাস্টার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১১ জানুয়ারি) বিকাল ২.৩০ মিনিটে তার নিজ বাড়ি উপজেলার পশ্চিম জয়পুরস্থ মুন্সী বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। প্রবীণ এই শিক্ষানুরগীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দেশ বিদেশে অবস্থানরত অগণিত ছাত্র ও সহকর্মী সহ শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।
উক্ত মরহুমের নামাজে জানাজা (১১ জানুয়ারি) মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উনার নিজ বাড়ি পশ্চিম জয়পুর গ্রামে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক তথ্যে জানা গেছে। জীবদ্দশায় তিনি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও ধর্মীয় ও সামাজিক পর্যায়ে সেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন।