আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ থেকে :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গুমগুমিয়া গ্রামে পূজামন্ডপে পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামী জুনাইদ আহমেদকে রবিবার (০৮ জানুয়ারী) দিবাগত গভীর রাতে নবীগঞ্জের পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার কামড়াখাইর গ্রাম থেকে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। রবিাবর (৯ জানুয়ারী) সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও সূত্রে জানা যায়, গত বছরের ১৪ অক্টোবর কুমিল্লার ঘটনায় সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামে স্থানীয় যুবকরা একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি গুমগুমিয়া গ্রামের দুর্গা মন্দিরের সামন দিয়ে যাওয়ার সময় মন্ডপের লাইট ভাংচুর নিয়ে সনাতন ধর্মাবলম্বী যুবকদের বাকবিতন্ডা হয়। এ সময় মিছিলকারীরা মন্ডপে হামলা চালায় এবং ইট পাটকেল নিক্ষেপ করে।
এ সময় পুজামন্ডপ রক্ষা করতে গিয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ডালিম আহমেদসহ ২০ জন আহত হন। এ ঘটনায় ১৬ অক্টোবর এস. আই অমিতাভ তালুকদার বাদি হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ১২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামীরা আত্মগোপনে চলে যায়।
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার (০৮ জানুয়ারী) দিবাগত গভীর রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ডালিম আহমদের নেতৃত্বে এস. আই সমীরণ চন্দ্র দাশ, এস. আই অমিতাভ তালুকদার, এস. আই নাঈম, এস. আই মৃদুল, এস. আই আবু সাঈদ, এস. আই অঞ্জন রায়সহ একদল পুলিশ জগন্নাথপুর থানা পুলিশের সহযোগীতায় কামড়াখাইর গ্রাম থেকে জুনাইদের এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে।