সৈয়দ হাবিবুর রহমান ডিউক ”
শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুতাং শাহজীবাজারে অবস্থিত হযরত শাহজালাল (রঃ) এর সফর সংগী ও সিলেটের ৩৬০ আউলিয়াদের একজন হযরত শাহ কারার ফুল শাহ(রঃ) এর ওরস অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার । জানা যায়, প্রায় ৩৫০ বছর ধরে প্রতি বছর পৌষ মাসের ২২ তারিখ উনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে উনার মাজার প্রাংগণে তিনদিনব্যাপী ওরস অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে ওরস উপলক্ষে বসে মেলা ও মুর্শেদি কাফেলা।
সুতাং শাহজীবাজারে মেলা উপলক্ষে গড়ে উঠে শত শত দোকানপাট। হরেকরকম দোকান, ঢাকঢোল আর নাগরদোলার আয়োজনে আর হাজারো ভক্ত আশেকানের মিলনে মুখরিত হয়ে উঠছে পুরো অঞ্চল।
প্রতিবছর সারাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অগণিত ভক্ত এসে যোগ দিবেন ওরসে। বিগত দুই বছর সারাদেশে করোনা ভাইরাস মহামারী আকারে ধারণ করায় বন্ধ ছিল ফুল শাহ(রঃ) মেলা। মহামারী কাটিয়ে ঘুরে দাড়িয়েছে দেশ, তাই ব্যাপক পরিসরে হচ্ছে মেলা, এতে করে খুশি ভক্ত আশেকান সহ এলাকাবাসী।
তিনদিন ব্যাপী ওরস থাকলে ও মেলা থাকছে একটানা ৭ দিন। অন্যদিকে, মেলা অনুষ্ঠিত হওয়ায় ব্যাবসায়ীরা লোকসান পুসিয়ে তুলার সুযোগ পেয়ে আনন্দিত।
এ ব্যাপারে বুধবার মেলায় ঘুরতে আসা সুরাবই গ্রামের বাসিন্দা মোঃ মোসাংগির আলম জানান, সবকিছুর পরে এবার মেলা হতে যাচ্ছে এতে করে আমাদের ঐতিহ্য আমরা ফিরে পেতে যাচ্ছি, আশা করি সুন্দর ভাবে মেলা ও ওরস অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে সুতাং জাগরণী সংসদের এস এম বকুল রহমান জানান, বিভিন্ন অঞ্চলের হকাররা এবার মেলা থাকায় তাদের মন্দা ব্যাবসায় কিছুটা হলেও লাভের মুখ দেখবেন।
এ ব্যাপারে মেলা আয়োজক কমিটির সদস্য ও অত্র মাজারের খাদেমের পক্ষে সৈয়দ জিয়াউর রহমান বিল্পব জানান, আজ বৃহস্পতিবার রাত থেকে ওরস শুরু হবে, এ ব্যাপারে প্রশাসন সহ সকল স্তরের মানুষদের সহযোগিতা কামনা করছি।
একই বিষয়ে মাজারের তত্ত্বাবধানে থাকা সৈয়দ ছানাউল হক ফরহাদ জানান, ওরস এলে আমরা মানুষের খেদমত করার সুযোগ পাই। এখানে দেশের বহু দুরদুরান্ত থেকে ভক্তরা আসবেন, ভক্তরা মাজার জিয়ারত, জিকির, দোয়া, মিলাদ ও ধর্মীয় অনুষ্ঠানে এসে সামিল হবেন, আমরা ওরস সফল করতে সবাইকে আহবান জানাচ্ছি।