চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ চেয়ারম্যান পদে নতুন মূখ নির্বাচিত হয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চার প্রার্থী, নৌকার বিদ্রোহী তিন জন, স্বতন্ত্রের মোড়কে বিএনপির দুই জন ও জামাতের এক প্রার্থী নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলার ৪ নং পাইকপাড়া ইউনিয়নে ওয়াহেদ আলী মাস্টার, ৮ নং সাটিয়াজুঁড়ী ইউনিয়নে আব্দালুর রহমান আব্দাল, ৯ নং রানীগাঁও ইউনিয়নে মোস্তাফিজুর রহমান রিপন ও ১০ নং মিরাশী ইউনিয়নে মানিক সরকার।
বিএনপির ১ নং গাজীপুর ইউনিয়নে মোহাম্মদ আলী, ৭ নং উবাহাটা ইউনিয়নে জেলা সেচ্চাসেবক দল নেতা এজাজ ঠাকুর চৌধুরী, ৫ নং শানখলা ইউনিয়নে জামাত নেতা এডভোকেট নজরুল ইসলাম, ৩ নং দেওরগাছ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ মুহিতুর রহমান রোমন ফরাজী, ৬ নং সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নোমান চৌধুরী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকির হোসেন পলাশ বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।