স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর জেলা কমিটির সভাপতি এডভোকেট নুরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ কার্যালয়ে আসাফো এই প্রতিবাদ সভার আয়োজন করে।
আসাফোর সিনিয়র সহ-সভাপতি খালেকুজ্জামান খালেক এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ মো. আবু জাহিদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি লিটন খান, রাব্বানী সুমন, খাজা খায়ের, যুগ্ম-সাধারন সম্পাদক মনসুর ইদু, হাবিবুর রহমান উজ্জল, এডভোকেট গাজীউর রহমান ইমরান, এনামুল হক, সাংগঠনিক সম্পাদক শরিফ আহমেদ, সুমন আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক গোলাম মোস্তফা শৈবাল, ক্রীড়া সম্পাদক গউছ তালুকদার, তাহির মিয়া, নবীগঞ্জ উপজেলার সভাপতি সামছুল হুদা চৌধুরী, সাধারন সম্পাদক জ্যোতির্ময় দাশ, নিকেশ দাশ প্রমুখ।
বক্তারা এই সন্ত্রাসী হামলার নিন্দা জানান এবং অবিলম্বে হামলাকারীদেরকে গ্রেফতারের দাবী জানান।