হবিগঞ্জ প্রতিনিধি : প্রতিবছর ১লা জানুয়ারী পাঠ্যপুস্তক দিবস পালন হয়। এদিন সারা দেশে ১ম শ্রেনী থেকে ৯ম শ্রেনী পর্যন্ত সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হয়। কিন্তু কোবিড-১৯ মহামারীর কারণে গতবছর বই বিতরণ উৎসব করা হয় নাই।
এবারো কোবিডের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার বই উৎসব না করলেও বছরের ১ম দিনে সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দিচ্ছে ।
হবিগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ৬ষ্ট থেকে ৯ম শ্রেনী পর্যন্ত প্রতিটি শ্রেনীর শিক্ষার্থীকে ৩টি ভাগে ভাগ করে ১২দিনে এসকল বই বিতরণ করা হবে।
১থেকে ৩জানুয়ারী ৬ষ্ট শ্রেনী, ৪থেকে ৬জানুয়ারী ৭ম শ্রেনী, ৮থেকে ১০জানুয়ারী ৮ম শ্রেনী এবং ১১থেকে ১৩জানুয়ারী ৯ম শ্রেনীর শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হবে। এবছর হবিগঞ্জ জেলায় মাধ্যমিকে প্রায় লক্ষাধিক ছাত্র/ছাত্রীর বই পাবে।