আলমগীর কবির, মাধবপুর থেকে :
হবিগঞ্জে মাধবপুর, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ, বাহুবল প্রেসক্লাবের সদস্যদের জন্য প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে তিন দিনব্যাপী সাংবাদিকতায় বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে৷
শুক্রবার (৩১ ডিসেম্বর) পিআইবির সেমিনার কক্ষে ‘প্রশিক্ষণ সমাপণ ও সনদপত্র বিতরণ’ অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ শেষ হয়৷ এর আগে বুধবার (২৯ ডিসেম্বর) প্রশিক্ষণ শুরু হয়।
হবিগঞ্জের মাধবপুর, চুনারুঘাট, বাহুবল, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের জন্য বিশেষায়িত এ কর্মশালায় ২৬ সদস্য অংশগ্রহণ করেন। ৩, সার্কিট হাউজ রোডের পিআইবি ভবনে ৩ দিন ব্যাপ্তিকালের প্রশিক্ষণ(আবাসিক) কর্মশালা সমাপ্ত করেন।
‘সাংবাদিকতায় বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ’ শীর্ষক এই প্রশিক্ষণের ১ম কর্মদিবসে ,সংবাদ মূল্য ও সংবাদ চেতনা’ এর উপর সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান কাজল। ২য় দিনে ফিচার ধরন ও প্রকরন ” এর উপর সেশন পরিচালনা করেন রুহুল আমিন রুশদ ,সিনিয়র বার্তা সম্পাদক, বাংলাভিশন।সমাপনী দিনে অনুসন্ধানী প্রতিবেদন ‘এর উপর সিনিয়র সাংবাদিক মোঃ বদরুদ্দোজা বাবু সেশন পরিচালনা করেন। কর্মশালার সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করেন পিআইবির শাহ আলম সৈকত।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ এবং পরিচালনা করেন পিআইবির প্রশিক্ষণ সমন্বয়কারী শাহ আলম সৈকত।